1
+
motivational trainings
1
+
life coaches
1
+
free books written
Sign up to learn these simple steps.
আমি এমন ব্যক্তিদের কাউন্সেলিং করিয়েছি যারা সন্তান হারিয়েছেন, মরণব্যাধী রোগে ভুগেছেন, মিসক্যারেজ হয়েছে, অ্যাবিউজের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এমনকি দেউলিয়াও হয়ে গিয়েছেন।
আমি গত ৫ বছর ধরে চাকরিজীবী, ব্যবসায়ী এবং হতাশাগ্রস্থ মানুষদের অ্যাডভাইজর হিসেবে কাজ করছি। জীবনে চলার পথে এবং ব্যবসা করতে যেয়ে আমি প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অনেক মানুষকে কাউন্সেলিং করিয়েছি, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। আমার নানাধরনের ক্লায়েন্ট ছিল (তারাও আমাদের মতো একই সমস্যার মুখোমুখি হয়!) তাদের সিক্রেট চ্যালেঞ্জগুলোও আমি গোপণ রেখেছি।
ওহ, হ্যাঁ, আমি নিজেও একজন ইন্ট্রোভার্ট ব্যক্তি ছিলাম।
হিউম্যান বিহেভিয়ারের একজন দীর্ঘমেয়াদী শিক্ষার্থী হিসেবে একটা প্রশ্ন নিয়ে আমি সব সময় রিসার্চ করেছিঃ সফলতা পাওয়ার জন্য আসলে কী কী ধরনের পরিবর্তন জীবনে আনা প্রয়োজন?
গবেষণা থেকে জানা যায় যে, সমগ্র মানবজাতির মধ্যে জেনেটিক্যালি মাত্র ০.১% পার্থক্য আছে।
কাজেই কর্মক্ষেত্রে উচ্চ পর্যায়ে যেতে হলে, দৃষ্টিভঙ্গিতে খুব ছোট কিছু পরিবর্তন আনতে হবে যেটা সব ক্ষেত্রেই সফল হওয়ার জন্য কাজে লাগবে।
দৃষ্টিভঙ্গি বদলানোর মতো এই ক্ষুদ্র কাজটুকুও তাদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে যারা ইতিমধ্যেই ওয়ার্ল্ড ক্লাস লেভেল এ আছেন অথবা এই লেভেল অর্জন করতে যাচ্ছেন।
কোচিং বাঁ কাউন্সেলিং খুবই শক্তিশালী এবং এর বেশ প্রভাব রয়েছে। আমি আমার ক্লায়েন্টদের এই ছোট ছোট দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করি যেন চারপাশের সবকিছু বদলানো যায়।
তাই আমি সেটা খুঁজে বের করেছি, সেটা নিয়ে পড়ালেখা করেছি, নিজেকে আরও পরিমার্জিত করেছি। আমি আমার দক্ষতাকে আরও নিখুঁত করেছি এবং নিয়মিত সেটার চর্চা করে গিয়েছি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। পড়ালেখা করেছি, রিসার্চ করেছি এবং ক্লায়েন্টদের চেয়ে বেশি অনুসন্ধান করেছি—এমনকি যিনি সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিলেন তার চেয়েও। আমার পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নের জন্য সময়, টাকা ও এনার্জিতে প্রচুর ইনভেস্ট করেছি এবং প্রচুর ভ্রমণ করেছি।
কিন্তু কঠিন সত্যিটা হচ্ছে আমি আমার পুরো জীবন ক্ষমতাহীনভাবে কাটিয়েছি। আমি বাহিরে হয়তো নিজেকে খুবই কনফিডেন্ট হিসেবে প্রকাশ করেছি, কিন্তু ভিতরে ভিতরে এটার অভাবই আমার সবচেয়ে বেশি ছিল। আমি জীবনে যা-ই অর্জন করেছি, আমার চেয়েও বড় কাজ করেছেন তাদের দ্বারাও আমি ঈর্ষান্বিত হয়েছি।
তবে ভালো ব্যাপারটি হচ্ছে, ক্ষমতাহীন থাকার পুরনো ও অপ্রতিরোধ্য এই ব্যাপারটি বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষের সাথে কাজ গিয়ে অবশেষে আমার জন্য ভালোই হয়েছে। দেখুন, আমি এমন এমন মানুষের মাঝে তাদের নিজেদের লুকানো শক্তি দেখতে পাই—যেখানে তারা নিজেরাও জানে না তারা কতটা শক্তিশালী। এটা তো ব্যতিক্রমী একটি উদাহরণই, তাই না?
আমার ক্লায়েন্টরা সেই কাজটি করে যেটা এই পৃথিবীর খুব কম মানুষই করে। তারা বেশ শক্তিশালী, উৎসাহী ও সফল, পরবর্তী জীবনে যাই কিছু আসুক না কেন, তারা লাফ দিয়ে সেটি পার হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে।