জীবনে কোনো কাজে আসলে কেউই কখনো হারতে চায় না। সবাই সবখানে জিততে চায়। নিত্যদিন মানুষ ছুটে চলেছে তাদের লক্ষ্য পূরণের জন্য। কিন্তু সবাই কি সব কাজে সফল হয়? লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে অনেকেই জীবনের কাছে হেরে যান, সামনে এগিয়ে যেতে ভয় পান। জানি, এটা খুব কষ্টের একটি মুহুর্ত এবং সবাই এই মুহুর্তকে এড়িয়ে চলতে চাই। তবে সত্যিটা হচ্ছে, আপনি যতই চেষ্টা করুন না কেন এই ব্যর্থতার মুহুর্ত এড়িয়ে চলা অসম্ভব। আপনি যতই হেরে যেতে অপছন্দ করুন না কেন, আপনার সফলতার জন্য কখনো না কখনো আপনাকে হারতে হবেই। হার ছাড়া কোনো সফলতার গল্প যে তৈরি হয় না। লক্ষ্য পূরণে ব্যর্থ যখন হয়েই গিয়েছেন, তখন এই পরিস্থিতি থেকে নতুন করে কীভাবে উঠে আসবেন? কীভাবে প্রস্তুত হবেন সামনের দিনের জন্য? চলুন জেনে নেই হারকে সফলতায় পরিণত করার কয়েকটি উপায়।